গিলের নতুন বিশ্বরেকর্ড

চলতি বছরের শুরু থেকেই আগুনে ফর্মে রয়েছেন ভারতীয় ওপেনার শুভমান গিল। রোববার (২৪ সেপ্টেম্বর) ইন্দোরে অস্ট্রেলিয়ার বিপক্ষেও ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন তিনি। এদিন চার-ছক্কার ফুলঝুরিতে ওয়ানডে ক্যারিয়ারে ৬ষ্ঠ সেঞ্চুরি তুলে নিয়েছেন এ ডানহাতি ব্যাটার।

অজিদের বিপক্ষে মাত্র ৯২ বলে তিন অংকের ম্যাজিক ফিগার স্পর্শ করেন গিল। ৪ ছক্কা ও ৬ চারে নান্দনিক এই ইনিংস সাজান তিনি। এই পথে দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার হাশিম আমলার রেকর্ড ভেঙে দিয়েছেন গিল।

এতদিন একদিনের ক্রিকেটে প্রথম ৩৫ ইনিংসে সবচেয়ে বেশি রান ছিল আমলার। তার সংগ্রহ ছিল ১৮৪৪ রান। এবার সেই রেকর্ড ভেঙে দিলেন গিল। শুধু এ বছর এখন পর্যন্ত ২০ ম্যাচে ১২৩০ রান করেছেন তিনি। এর মধ্যে ঝুলিতে রয়েছে ৫টি সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরি।

আমলার আরেকটি রেকর্ড ভাঙার দ্বারপ্রান্তে রয়েছেন গিল। ওডিআই ক্রিকেটে দ্রুততম ২০০০ রান করার করার কীর্তি রয়েছে প্রোটিয়া ব্যাটারের। সেই রেকর্ড ভাঙা থেকে মাত্র ৮৩ রান দূরে রয়েছে ভারতীয় ব্যাটিং মায়েস্ত্রো। আরামসে গিল সেই রেকর্ড ভেঙে দেবেন বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুন...