ইবিতে বিশ্ব পর্যটন দিবস পালিত

নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: নানা কর্মসূচীর মধ্য দিয়ে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) ট্যুরিজম ও হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের আয়োজনে এটি অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ১১টার দিকে ক্যাম্পাসের ব্যবসায় প্রশাসন ভবনের সামনে থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ব্যবসায় প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের প্রভাষক নাসির মিয়া, ইয়ামিন মাসুম। এসময় র‍্যালিতে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এ বিষয়ে বিভাগের সভাপতি সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, পর্যটন শিল্পের অপার সম্ভাবনার পরিপ্রেক্ষিতে বিনিয়োগ একটি গুরুত্বপূর্ণ বিষয়। এবছর বিশ্ব পর্যটন দিবসের প্রতিপাদ্য বিষয় ছিল গ্রীন ইনভেস্টমেন্ট এর মাধ্যমে পর্যটন শিল্পের উন্নয়নের ধারা অব্যাহত রাখা এবং সেই সাথে সামাজিক ও পরিবেশের কোন ক্ষতি না করে পর্যটনের উন্নয়নকে ত্বরান্বিত করা। পাশাপাশি উচ্চমানের আন্তর্জাতিক ইনভেস্টমেন্ট নেটওয়ার্ক গঠনের মধ্যে দিয়ে পর্যটনের উপর ইতিবাচক প্রভাব সহ বিনিয়োগ সংস্থাগুলোকে একত্রিত করা।

উল্লেখ্য, জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার (ইউএনডব্লিউটিও) উদ্যোগে ১৯৮০ সাল থেকে ২৭ সেপ্টেম্বর দিবসটি পালন করা হয়।

 

আরও পড়ুন...