মারুফ সরকার,পিবিএ: ইউটিউবে রাসেল মিয়া লিখুন আগে আমার ভিডিও গুলি দেখুন,আপনি যদি মনে করেন এই ভিডিও চিত্র দেশ ও সমাজের সার্থে কাজ করছে তাহলেই সংশোধন চলচ্চিত্র প্রচার করে সাথেই থাকুন! শুধু অন্য, বস্ত্র দিয়ে মানুষের পাশে দাঁড়ালেই মানুষ উপকৃত হবেন বিষয়টি তা নয়।
ভিডিও চিত্রের মাধ্যেমে ও মানুষের পাশে দাঁড়ানো সম্ভব বলে মনে করেন রাসেল। চলচ্চিত্র গুলির কাহিনী সংলাপ রচনা ও পরিচালনা থেকে শুরু করে মূল চরিত্রে অভিনয়ও করেন রাসেল মিয়া নিজেই, এই ১০০টি চলচ্চিত্রে সমাজের জন্য ১০০টি মেসেজ রয়েছে যা না-দেখলে কেউই উপলব্ধি করতে পারবে না।
কৃতজ্ঞতা শিকার করে রাসেল মিয়া বার্তা সংস্থা পিবিএ’কে বলেন, নিঃস্বার্থভাবে সংশোধন প্রচারে এগিয়ে আসা ফেসবুক,ফেসবুক পেইজ ও সকল দর্শকদের ভালোবাসায় আমি অনেক খুশি ।
পিবিএ/জেআই