পিবিএ,খুলনা: খুলনা নগরীর ১৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফারুকের ঠিকাদারি প্রতিষ্ঠান ও তার বাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তার ছোটভাই জুলফিকার আলী ছোট্টসহ দুজনকে আটক করা হয়েছে।
শনিবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। তবে শারীরিক অসুস্থতার কারণে বিএনপি নেতা ফারুককে ১০ হাজার টাকা জরিমানাসহ অপর দুজনকে গ্রেফতার দেখিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে সিলগালা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মো. রাশেদুজ্জামান।
তিনি জানান, শনিবার রাতে নগরীর সোনাডাঙ্গা থানার কেডিএ অ্যাপ্রোচ রোডের ফারুক কনস্ট্রাকশন নামে ঠিকাদারি প্রতিষ্ঠানে অভিযান চালানোর হয়। এ সময় সেখান থেকে ২৮ পিস ফেনসিডিল উদ্ধার করা হয়। এর পর বিএনপি নেতা ফারুকের সোনাডাঙ্গার বাড়ি থেকে আরও ২২ পিস ইয়াবা উদ্ধার হয়।
এদিকে বিএনপি নেতা ফারুক মারাত্মক অসুস্থ থাকার কারণে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন অতিরিক্তি জেলা ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ আলী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান খান ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মো. রাশেদুজ্জামান।
পিবিএ/এফএস