সমান বেতনের দাবিতে মামলা ঠুকলেন মার্কিন নারী ফুটবলারলা!

usa

পিবিএ ডেস্ক : সমান বেতনের দাবিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সকার ফেডারেশন (USSF)-এর বিরুদ্ধে মামলা ঠুকেছেন সে দেশের নারী ফুটবলাররা। যুক্তরাষ্ট্রের জাতীয় মহিলা ফুটবল দলের ২৮ খেলোয়াড় একত্রে এই মামলা করেছেন। জাতীয় পুরুষ ফুটবলারদের সমান বেতন থেকে কেন তারা বঞ্চিত হবেন, তা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। শুধু বেতন নিয়েই অভিযোগ নয়।

মামলাকারী নারী ফুটবলারদের বক্তব্য, পুরুষদের যে প্রশিক্ষণ দেওয়া হয়, তাদের ক্ষেত্রে তা হয় না। প্লেয়িং কন্ডিশন, ট্রাভেলসহ আরও একগুচ্ছ বিষয়ে সকার ফেডারেশনের বিরুদ্ধে বৈষমের অভিযোগ আনা হয়েছে।আর তিন মাস পরেই নারীদের ফুটবল বিশ্বকাপ। তার আগে জাতীয় নারী দলের এই ক্ষোভ প্রশমনে ফেডারেশন কী পদক্ষেপ করে এখন সেটাই দেখার বিষয়।

পিবিএ/জিজি

আরও পড়ুন...