আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

বিশ্বকাপ মিশন শুরুর আগে বড় ধাক্কা খেল ভারত

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের দামামা বেজে উঠেছে। বৃহস্পতিবার ভারতের মাটিতে পর্দা উঠেছে বিশ্বকাপের ১৩তম আসরের। যেখানে ইংল্যান্ডকে কাঁদিয়ে বড় জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে নিউজিল্যান্ড।

এদিকে আগামী ৮ অক্টোবর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ভারত। যেখানে তাদের প্রতিপক্ষ পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ঘরের মাঠে গড়ানো বিশ্বকাপে মাঠে নামার আগে বড় ধাক্কা খেয়েছে স্বাগতিকরা।

ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন ভারতের টপ অর্ডার ব্যাটার শুভমান গিল। ঘরের মাঠে শুরু হওয়া বিশ্বকাপে তাকে নিয়ে বড় স্বপ্ন দেখছিল ভক্ত-সমর্থকরা। কিন্তু তাকে নিয়ে দেখা দিয়েছে শঙ্কার কালো মেঘ। ভারতীয় এ ওপেনার ডেঙ্গু আক্রান্ত হয়েছেন বলে খবর দেশটির গণমাধ্যমের।

যে কারণে নিজেদের প্রথম ম্যাচে গিলকে পাওয়া যাবে কি না তা স্পষ্ট নয়। গণমাধ্যমের প্রতিবেদনে জানা যাচ্ছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে গিল খেলতে পারবেন কি না তা জানা যেতে পারে আজ।

এদিন আরো একবার ডেঙ্গু পরীক্ষা করা হবে। তারপরই ঠিক করা যাবে যে, আদৌ শুভমান খেলবেন কি না। তরুণ ওপেনার এবারের বিশ্বকাপের আগে ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছেন। তার ওপর ভরসা রাখছে দল। এমন অবস্থায় এই ওপেনার খেলতে না পারলে বড় ধাক্কা খাবে ভারত।

চলতি বছরটা বাইশগজে স্বপ্নের মতো কাটছে শুভমান গিলের। দুর্দান্ত ছন্দে রয়েছেন ভারতীয় এ ওপেনার। তবে প্রথম ম্যাচে যদি একান্তই খেলতে না পারেন, তাহলে রোহিত শর্মার সঙ্গে উদ্বোধনীতে দেখা যেতে পারে ঈশাণ কিষানকে।

আরও পড়ুন...