খালেদা জিয়াকে বিএসএমএমইউ হাসপাতালে নেওয়া হচ্ছে

চিকিৎসা
ফাইল ছবি

পিবিএ, ঢাকা : ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরোনো কারাগারে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নেওয়া প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

রবিবার (১০ মার্চ) সকালে বিএসএমএমইউ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন সংবাদ মাধ্যমকে জানান, কারা কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে- বিএনপি প্রধানকে হাসপাতালে আনা হচ্ছে। তাকে বিএসএমএমইউর কেবিন ব্লকে রাখা হতে পারে।

খালেদা জিয়াকে রাখার জন্য হাসপাতালের ২১ ও ২২ নম্বর কেবিন ঠিক করা হয়েছে বলে হাসপাতালের একটি সূত্র জানায় । তবে রাখা হতে পারে ২১ নম্বর কেবিনে।

এদিকে সকাল থেকেই নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে খালেদাকে বিএসএমএমইউ হাসপাতালে নেওয়ার খবরে আশপাশের এলাকায় পুলিশসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) ইব্রাহিম খান জানান, নিরাপত্তার জন্য কারাগারসহ আশে-পাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।

পিবিএ/জেডআই

আরও পড়ুন...