পিবিএ ডেস্ক : রেডিও জকি এবং অভিনেতা ইভান সাইর। এখন তার পুরো মনোযোগ অভিনয়কে ঘিরেই। তবে, এক্ষেত্রে তার নজর ভালো ভালো পরিচালক, শিল্পী এবং গল্পের দিকে। অভিনয় করার জন্য করা না। মনের ভিতর থেকে প্রচণ্ড ভালোবাসা থেকে অভিনয় করতে চাওয়া তার। নিজেকে অভিনয়ের জন্য প্রস্তুত করার প্রক্রিয়াও চলমান রেখেছেন তিনি।।
ইভান আলোচনায় আসেন সঞ্জয় সমদ্দারের “এল ক্লাসিকো লাভ’-এ অভিনয় দিয়ে। এরই মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য নাটিক, টেলিফিল্ম, শর্টফিল্মে অভিনয় করেছেন তিনি। ইদানীং কিছু কমার্শিয়ালে অভিনয় নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। ইয়ারগ্রাফ সম্পর্কে তিনি বলেন, ‘চলতি বছরে কয়েকটি টার্গেট কাজ করার ইচ্ছা আছে ইনশাল্লাহ। অভিনয় নিয়ে কোন তাড়াহুড়া নেই। নিজের অভিনয়ের আলাদা একটা স্টাইল তৈরী করার ইচ্ছা আছে। বেশকিছু ওয়েব কনটেন্ট করছি সামনে। সংখ্যায় বেশী না কিন্তু বলার মত কিছু কাজ করার ইচ্ছা শুরু থেকেই। মুভি দেখতে খুব ভালোবসি। টম হ্যাংক্স, শাহরুখ খান, সাউথের ভিজয়, কলকাতার পরমব্রত, দেশের হূমায়ুম ফরিদী, আফ্রান নিশো পছন্দের অভিনেতা। নিজেকে একজন প্রতিষ্ঠিত অভিনেতা হিসেবে দেখার ইচ্ছা ইনশাল্লাহ।’
অভিনয়ের পাশাপাশি টেলিভিশনে উপস্থাপনাও করছেন ইভান। বিশেষ করে লাইভ শো বেশী করা হয়। বিশেষ দিবসগুলো অনুষ্ঠান উপস্থাপনা করেন তিনি। তবে এর পাশাপাশি ওপেন এয়ার কনসার্ট উপস্থাপনা করতে ভালোলাগে তার। এনটিভিতে নিয়মিত ‘মাটির গান’ অনুষ্ঠানের নিয়মিত উপস্থাপক তিনি। রেডিও জকি হিসেবে রেডিও ধ্বনি ৯১.২ তে শুক্রবার রাত ৯টায় বিশেষ শো ‘ইভান এন্ড কোম্পানী’ করেন। এছাড়াও ফিল্ম, বিজ্ঞাপণ, ডকুমেন্টরীতে কণ্ঠ দেন তিনি। এরই মধ্যে ২১টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নায়কের কণ্ঠ ভয়েস বসেছে তার।
পিবিএ/জিজি