মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় গৃহবধূ খুন

madaripur-pba

পিবিএ,মাদারীপুর: মাদারীপুরে প্রতিপক্ষের হামলায় সর্ব বেগম (৫৫) নামে এক গৃহবধূ খুন হয়েছে। জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধের জের ধরে তিনি খুন হয়েছেন। তিনি একই এলাকার আলেম মৃধার স্ত্রী।

রবিবার (১০মার্চ) সকালে শিবচর উপজেলার দ্বিতীয়াখণ্ড ইউনিয়নের মৃধাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, নিহত সর্ব বেগমের স্বামী আলেম মৃধার সঙ্গে একই বাড়ির জলিল মৃধা গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরেই সকাল ১০টার দিকে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়।

এর একপর্যায়ে প্রতিপক্ষের ধাক্কায় সর্ব বেগম মাটিতে আছড়ে পড়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরিবারের লোকজন তাকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শিবচর থানার ওসি জাকির হোসেন মোল্লা জানান, এ ঘটনায় নিহতের পরিবারের লোকজন শিবচর থানায় অভিযোগ করেছেন। নিহতের লাশ সুরতহালের জন্য মাদারীপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পিবিএ/এফএস

আরও পড়ুন...