আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

টস জিতে ব্যাটিংয়ে আফগানিস্তান

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতের বিপক্ষে মাঠে নামবে আফগানিস্তান। হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা আফগানরা জয়ের ধারায় ফিরতে রীতিমতো মরিয়া। অন্যদিকে, টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে সেমিফাইনালের পথ সুগম করতে চায় রাহুল দ্রাবিড়ে শিষ্যরা।

মঙ্গলবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে আফগানিস্তান। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। তার আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আফগানিস্তান অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদী।

ওয়ানডেতে এখন পর্যন্ত তিনবার মুখোমুখি হয়েছে ভারত-আফগানিস্তান। এর মধ্যে ভারতের জয় ২টি এবং ১টি ম্যাচ টাই হয়েছে।

সবশেষ ২০১৯ বিশ্বকাপে দেখা হয়েছিল দুই দলের। বিশ্বকাপের মঞ্চে সেটিই ছিল প্রথম ও শেষ লড়াই। ওই ম্যাচে ভারতকে কাঁপিয়ে দিয়েছিল আফগানিস্তান। প্রথমে ব্যাট করা ভারতকে ৮ উইকেটে ২২৪ রানের বেশি করতে দেয়নি আফগানরা। জবাবে তীরে এসে তরী ডুবে রশিদ-নবীদের। আফগানিস্তান ২১৩ রানে অলআউট হলে ১১ রানের স্বস্তির জয় পায় ভারত।

আফগানিস্তানকে নিয়ে রাহুল দ্রাবিড় বলেন, আফগানদের নিয়ে আমাদেরও পরিকল্পনা আছে। টানা দ্বিতীয় জয় পেতে হলে ভালো ক্রিকেট খেলতে হবে এবং ছেলেরা জয়ের জন্য মুখিয়ে আছে।

প্রথম ম্যাচের মতো আফগানিস্তানের বিপক্ষেও দলের নিয়মিত ওপেনার শুভমান গিলকে পাচ্ছে না ভারত। ডেঙ্গুতে আক্রান্ত গিলের প্লাটিলেট সংখ্যা কমে যাওয়ায় চেন্নাইয়ের একটি হাসপাতালে ভর্তি আছেন।

অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে বাজেভাবে হেরেছে আফগানিস্তান। বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ ৪৭ রান করা গুরবাজ বলেন, ‘ভারত বিশ্বসেরা দল। এমন দলের বিপক্ষে ভুল করলে, ম্যাচ জয় অসম্ভব। আশা করছি, পুরো দল একত্রে জ্বলে উঠবে এবং নিজেদের সেরাটা দিতে সক্ষম হবে।’

জয়ের ফেরার মিশনে অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নেমেছে আফগানিস্তান। তবে এক পরিবর্তন নিয়ে নেমেছে ভারত। যেখানে রবীচন্দ্রন অশ্বীনের জায়গায় একাদশে ফিরেছেন শার্দুল ঠাকুর।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), ঈশাণ কিষান, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শাহিদী (অধিনায়ক), নাজিবউল্লাহ জাদরান, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব উর রহমান ও নাভিন উল হক।

আরও পড়ুন...