সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গা পূজা। আসন্ন পূজাকে ঘিরে গাইবান্ধায় ব্যস্ত সময় পাড় করছেন প্রতিমা শিল্পীরা। খড়,কাঠ,সুতা আর মাটি দিয়ে নিপুণ হাতে তৈরি করেছেন প্রতিমা। ইতিমধ্যে এ জেলার বেশির ভাগ প্রতিমা তৈরির অবকাঠামোর কাজ শেষ। এখন দেবী দূর্গার চক্ষুদান সুন্দর রুপ দিতে দিনরাত রঙ তুলির কাজ করে যাচ্ছেন শিল্পীরা। ছবিটি গাইবান্ধা শহরের ব্রিজ রোড দূর্গা মন্দির থেকে তোলা। বৃহস্পতিবার, ১২ অক্টোবর। ছবি : পিবিএ/রিফাতুন্নবী রিফাত