চলছে বঙ্গবন্ধুর জন্মদিনে চিত্রাঙ্কন প্রতিযোগীতার নিবন্ধন

 

bongobandu pba

পিবিএ,শেরপুর: শেরপুরের নকলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে “সজাগ সাংস্কৃতিক প্রাঙ্গন”। চিত্রাঙ্কন প্রতিযোগীতায় শিশু শ্রেণি থেকে ৫ম শ্রেণি পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীরা অংশগ্রহন করতে পারবে। চিত্রাঙ্কন প্রতিযোগীতায় অংশগ্রহণে ইচ্ছুক ছাত্র/ছাত্রীদের আগামী ১৪ মার্চ এর মধ্যে নাম নিবন্ধন করতে হবে। নিবন্ধন নিজ নিজ বিদ্যালয় অফিস ছাড়াও মোবাইলের মাধ্যমে করা যাবে। নিবন্ধন করতে যোগাযোগ করুন- ০১৮৪৩৮৭০৯৯১ – সুমন ও ০১৭৭২৫৮৭৫৭১- নাজিম এ নম্বরে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও যোগাযোগ করে নিবন্ধন করতে পারেন।

চিত্রাঙ্কনের বিষয় : বঙ্গবন্ধুর প্রতিকৃতি /মুক্তিযুদ্ধের দৃশ্যাঙ্কন -(৩য় শ্রেণি – ৫ম শ্রেণি) ,স্মৃতিসৌধ /শহীদ মিনার -(১ম শ্রেণি -২য় শ্রেণি) , জাতীয় পতাকা/জাতীয় ফুল -(প্লে-নার্সারী)।

পিবিএ/এনআই/হক

আরও পড়ুন...