মাঠে ফিরেই ভয়ংকর রূপে ওয়ার্নার

warner

পিবিএ ডেস্ক : সর্বশেষ ব্যাট হাতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে খেলতে নেমেছিলেন অস্ট্রেলিয়ার সাবেক সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। টুর্নামেন্ট চলাকালীন কব্জির ইনজুরিতে পড়েন ওয়ার্নার। ফলে টুর্নামেন্টের মাঝপথ থেকে দেশে ফিরে যান তিনি। প্রায় দেড় মাস চিকিৎসা শেষে সুস্থ হয়ে আবারো মাঠে ফিরেছেন ওয়ার্নার। ফিরেই ব্যাট হাতে নিজের ভয়ংকর রূপ দেখালেন তিনি। ৭৭ বলে করেছেন ১১০ রান।

নিজ শহর নর্থ সাউথ ওয়েলস প্রিমিয়ার ক্রিকেটে র‌্যান্ডউইক পিটারশামের হয়ে খেলতে নামেন ওয়ার্নার। প্রতিপক্ষ ছিলেন পেনরিথ। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৫ উইকেটে ৩১৩ রান করে পেনরিথ। জবাবে ব্যাট হাতে ভয়ংকর রুপ নেন ওয়ার্নার। ৪টি চার ও ৭টি ছক্কা নিজের ১১০ রানের ইনিংসটি সাজান তিনি। ওয়ার্নার রান পেলেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন দলের অন্যান্য ব্যাটসম্যানরা। তাই ২১৯ রানে অলআউট হয় ওয়ার্নারের র‌্যান্ডউইক পিটারশাম।

গত বছরের মার্চে কেপটাউন টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বল টেম্পারিংয়ের দায়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এক বছরের জন্য স্মিথ-ওয়ার্নারকে আন্তর্জাতিক ক্রিকেট নিষিদ্ধ করে। চলতি মাসের ২৮ তারিখ নিষেধাজ্ঞা শেষ হবে স্মিথ-ওয়ার্নারের।

পিবিএ/জিজি

আরও পড়ুন...