
ছেলেদের ওয়ানডে বিশ্বকাপের মাঝে বাংলাদেশ সফর আসবে পাকিস্তান নারী ক্রিকেট দল। এই সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-২০ ম্যাচ খেলার কথা রয়েছে পাকিস্তানের। এ উপলক্ষ্যে আজ (বুধবার) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিগার সুলতানা জ্যোতিকে অধিনায়ক করে সিরিজটি খেলবে টাইগ্রেসরা।
এদিকে আগামী ২০ অক্টোবর বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে পাকিস্তান নারী দলের। এর মধ্যে তিনটি ওয়ানডে ম্যাচই আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপ ২০২২-২৫ এর অংশ। এ সিরিজের ম্যাচগুলো হওয়ার কথা রয়েছে চট্টগ্রাম এবং মিরপুরের মাঠে।
বাংলাদেশ দল : নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, সোবহানা আক্তার, স্বর্না আক্তার, রিতু মনি, শরিফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, রাবেয়া, সুলতানা খাতুন, নিশিতা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার, ফারিয়া ইসলাম, সাথী রানি।