কন্যা সন্তানের জননী হলেন মার্টিনা হিঙ্গিস

mar

পিবিএ ডেস্ক : কন্যা সন্তানের জন্ম দিলেন সুইস টেনিস তারকা মার্টিনা হিঙ্গিস। ৩৮ বছর বয়সী হিঙ্গিস ট্যুইটারে সদ্যোজাতকে নিয়ে স্বামী হেরাল্ড লিম্যানের সঙ্গে ছবি পোস্ট করেছেন। টেনিস তারকা হিসেবে মা হওয়ার পর আবার কোর্টে ফিরে এসেছেন সেরেনা উইলিয়ামস ও ভিক্টোরিয়া আজারেঙ্কা। তবে হিঙ্গিস আগেই অবসর নিয়েছেন।

সবচেয়ে কম বয়সে গ্র্যান্ড স্লাম জয় ও র‌্যাংকিংয়ের শীর্ষে ওঠার দুটি রেকর্ডই তার দখলে। গত বছর জুলাইয়ে সুইস টেনিস দলের সাবেক চিকিৎসক হ্যারাল্ড লিম্যানকে বিয়ে করার পর হঠাৎ পর্দার আড়ালে চলে গিয়েছিলেন তিনি। অবশেষে নিজের ৩৮তম জন্মদিনে দারুণ এক সুখবর নিয়ে ভক্তদের সামনে হাজির হয়ে হিঙ্গিস জানান, প্রথমবারের মতো মা হতে চলেছেন তিনি। এরপর সোশ্যাল মিডিয়ায় মেয়ের ছবি দিয়ে ভক্তদের সঙ্গে শেযার করলেন এই খবর। নামও ঠিক করে ফেলেছেন।

পিবিএ/জিজি

আরও পড়ুন...