
ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে টানা হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল টাইগাররা। তবে খেই হারিয়ে পরের চারটি ম্যাচই হেরেছে সাকিব বাহিনী। এমন পারফরম্যান্সে টুর্নামেন্টে টিকে থাকার সমীকরণ জটিল করে তুলেছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় জয়ের খোঁজে আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হচ্ছে টিম টাইগার্স। বিশ্বকাপে টিকে থাকতে এই ম্যাচে জয়ের বিকল্প নেই সাকিব আল হাসানদের সামনে।
বিশ্বমঞ্চে বাঁচা-মরার ম্যাচে বাংলাদেশ যেমন জয় নিয়ে মাঠ ছাড়তে চায় তেমনি নেদারল্যান্ডসও চায় কমলা উৎসবে কলকাতা রাঙাতে। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে দুই দলই নিজেদের সেরা একাদশ নিয়ে মাঠে নামবে।
দুই ম্যাচ পর এই ম্যাচ দিয়ে আবারো একাদশে ফিরতে পারেন তাসকিন আহমেদ। কাঁধের চোটের কারণে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলতে পারেননি তাসকিন। তবে নেদারল্যান্ডস ম্যাচের আগে অনুশীলনে তাকে পুরোদমে বোলিং করতে দেখা গেছে। এছাড়া আজ একাদশে ফিরতে পারেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাদ পড়া তাওহীদ হৃদয়ও।
ডাচরা আজ তাদের অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে। যদিও দলের নির্ভরযোগ্য ব্যাটার ম্যাক্স ও’দৌদ ফর্মে নেই। আসরে পাঁচ ম্যাচ খেলে সর্বসাকুল্যে ৬১ রান করেছেন এ ওপেনার। তবুও অভিজ্ঞ এ তারকা আজ আরেকটা সুযোগ পেতে পারেন।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তানজিদ হাসান তামিম, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
নেদারল্যান্ডসের সম্ভাব্য একাদশ : বিক্রমজিৎ সিং, ম্যাক্স ও’দৌদ, কলিন অ্যাকারম্যান, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, বাস ডি লিড, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), তেজা নিদামানুরু, লোগান ফন বিক, রোলফ ফন ডার মারওয়ে, আরিয়ান দত্ত ও পল ফন মিকেরেন।