নওগাঁ একটি জনবহুল কৃষিপ্রধান অঞ্চল। কিন্তু আবাদযোগ্য পতিত জমির পরিমাণ ২,৮৩৩ হেক্টর। অপরিকল্পিত বিভিন্ন কারণে আশঙ্কাজনক হারে কমছে কৃষিজমির পরিমাণ। এছাড়া অপরিকল্পিত শহরসহ পুরো জেলাজুড়ে প্রতি বছর বিপুল পরিমাণ জমি চলে যাচ্ছে অকৃষি খাতে। ছবিটি মঙ্গলবার বিকেলে নওগাঁ শহরের পার নওগাঁ ভরিয়া পাড়া এলাকা থেকে তোলা। মঙ্গলবার, ৩১ অক্টোবর। ছবি : পিবিএ/শামীনূর রহমান।