খাগড়াছড়ির দীঘিনালা বিদ্যুৎ লো-ভোল্টেজ কারনে সংযোগ না পাওয়ায় অজুহাতে এক দিনের জন্যও চালু হয়নি কোটি টাকার পানি শোধনাগার। বর্তমানে বিদ্যুৎ কোন সমস্যা নাই তবুও কোন অদৃশ্য কারনে চালু করা হচ্ছে না পানি শোধনাগারটি এমন মন্তব্য এলাকর সচেতন মহলের। নষ্ট ও চুরি হচ্ছে যন্ত্রপাতি। ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে অনেক যন্ত্রাংশ। ১৫ বছর ধরে পড়ে থাকতে থাকতে তা এখন পরিত্যক্ত। বুধবার, ৮ নভেম্বর। ছবি : পিবিএ