যেকোনো মূল্যে জাতীয় নির্বাচন করতে হবে: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, যেকোনো মূল্যে নির্ধারিত সময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে হবে। দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। যেকোনো মূল্যে নির্ধারিত সময়, ২৯ জানুয়ারির আগেই নির্বাচন করতে হবে বলেন তিনি।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর বঙ্গভবনের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি। নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে জানাতে বিএনপির চলমান অবরোধের মধ্যে বঙ্গভবনে যান নির্বাচন কমিশনাররা।

সিইসি বলেন, নির্ধারিত সময় ও পদ্ধতিতে নির্বাচন করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর। নির্বাচনের তফসিল নিয়ে এখনো পুরোপুরি সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরে কমিশনের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। যথাসময়ে নির্বাচন হবে।

এক প্রশ্নের জবাবে সিইসি বলেন, রাজনৈতিক সংকট নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে তাঁদের কোনো কথা হয়নি।

আরও পড়ুন...