বেরোবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক

pba-brb

পিবিএ,রংপুর: উপাচার্যের ব্যক্তিগত সহকারি ও ডেপুটি রেজিস্ট্রারের বদলিসহ ১১ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সংগঠন অফিসার্স এসোসিয়েশন।
সোমবার (১১ মার্চ) দুপুর বারোটার দিকে রেজিস্ট্রার দপ্তরের সামনে অবস্থান নিয়ে এ কর্মবিরতি শুরু করেন কর্মকর্তারা।

এব্যাপারে অফিসার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান পিবিএকে জানান, উপাচার্যের ব্যক্তিগত সহকারি (পিএস) আমিনুর রহমান বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন দপ্তরকে কার্যকর করে রেখেছেন। তিনি একাই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিভিন্ন দপ্তরের প্রধানের ভূমিকা পালন করছেন। এছাড়াও শতাধিক কমিটিতে নিজেকে স্থাপন করেছেন তিনি।
তিনি পিবিএকে আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার ডেপুটি রেজিস্ট্রার গোলাম মোস্তফা বিভিন্ন ফাইল গোপন করে বিভ্রান্তি ছড়াচ্ছেন। তাই এই দুই কর্মকর্তার বদলিসহ ১১ দাবিতে অফিসার্স অ্যাসোসিয়েশন কর্মবিরতি শুরু করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, অফিসার্স অ্যাসোসিয়েশনের ১১ দাবির মধ্যে রয়েছে- পদোন্নতি, আপগ্রেডেশনপ্রাপ্ত কর্মকর্তাদের স্থায়ীকরণ অবিলম্বে সম্পন্ন করা। কর্মকর্তাদের মধ্যে যাদের পদোন্নতি, আপগ্রেডেশন বোর্ড হয়নি তাদের বোর্ড দ্রুত সম্পন্ন করা। যাদের পদবি বদল করা হয়েছে তাদেরকে স্বপদে ফিরিয়ে আনা, সরকারী নিয়মে পুলিশ ভেরিফিকেশন ফরম প্রস্তুত করা, প্রতিটি দপ্তরকে নিজস্ব কাজ বুঝিয়ে দিয়ে প্রশাসনিক বিকেন্দ্রিকরণ নিশ্চিত করা, প্রশাসনিক ভবনে কক্ষ বরাদ্দের নিমিত্তে গঠিত কমিটিতে জ্যেষ্ঠতার নীতি অনুসরণ করা। ৫৮ জন কর্মকর্তা-কর্মচারীর বকেয়া বেতন পরিশোধ করা, হয়রানিমূলক বদলিকৃত কর্মকর্তাদের নিজ নিজ দপ্তরে পুণর্বহাল করা, রেজিস্ট্রার অফিসের স্বাতন্ত্রতা ও গোপনীয়তা রক্ষা করা এবং রেজিস্ট্রার কার্যালয়ে অধীনস্থ কর্মকর্তার নজরদারি বন্ধ করা।

উপাচার্যের কাছ থেকে নিয়োগ বাণিজ্য ও সুবিধা করতে না পাওয়ায় অফিসার্স অ্যাসোসিয়েশন সুনির্দিষ্ট কারণ ছাড়াই উদ্দেশ্য প্রণোদিকভাবে কর্মবিরতি শুরু করেছে বলে অভিযোগ করেন উপাচার্যের পিএস আমিনুর রহমান। তিনি পিবিএকে বলেন, আমার অপসারণের দাবিতে যারা কর্মবিরতি করছেন। এ ধরণের আন্দোলন উপাচার্যের সিদ্ধান্তের উপর হস্তক্ষেপের শামিল।
এব্যাপারে মুঠোফোনে রেজিস্ট্রার আবু হেনা মোস্তফা কামাল পিবিএকে বলেন, এ বিষয়ে উপাচার্যের সাথে কথা হয়েছে। আমরা আরও সময় চেয়েছিলাম কিন্তু অফিসার্স অ্যাসোসিয়েশন সময় দেয়নি।

পিবিএ/এসকে/হক

আরও পড়ুন...