
শাহ্ মোঃ রেজাউল করিম, পীরগঞ্জ, (রংপুর): রংপুরের পীরগঞ্জসহ উত্তরবঙ্গবাসীর স্বপ্নের গ্যাস সঞ্চালন লাইনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি ওই গ্যাস সঞ্চালন লাইনের উদ্বোধন করেন। জানাগেছে, বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপ লাইন উদ্বোধন উপলক্ষে পীরগঞ্জ ল্যান্ডিং ষ্টেশনে গ্যাস ট্রান্সমিশন কোম্পানী লিমিটেড (জিটিসিএল) এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসানের সভাপত্বিতে বক্তব্য রাখেন পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) হুমায়ুন কবির, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু জাফর, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ) ব্যবস্থাপনা হাবিবুল হাসান রুমি, উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, জিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রূখসানা নাজমা ইসহাক, পশ্চিম অঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কিবরিয়া চৌধুরী, জিটিসিএল’র মহাব্যবস্থাপক আইনুল কবির, বগুড়া, রংপুর, সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপ লাইনের প্রকল্প পরিচালক খন্দকার আরিফুল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি প্রমুখ। উল্লেখ্য রংপুর অঞ্চলে গ্যাস সরবরাহের জন্য রাষ্ট্রীয় দুটি কোম্পানি কাজ করছে।
সঞ্চালনের দায়িত্বে রয়েছে জিটিসিএল, আর বিতরণ অংশের প্রকল্পের দায়িত্বে রয়েছে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটেড (পিজিসিএল)। সঞ্চালন কোম্পানি বগুড়া থেকে সৈয়দপুর পর্যন্ত সঞ্চালন লাইন নির্মাণ শেষ করেছে। বিতরণ লাইন নির্মাণের জন্য পৃথক প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পের আওতায় থাকছে ১০০ কিলোমিটার পাইপ লাইন। এর মধ্যে রংপুর শহরে ৪৪ কি:মি: পীরগঞ্জে ১০ কি:মি:নীলফামারী ও উত্তরা ইডিজেড এলাকায় ৪৬ কি:মি। বিতরণ লাইন নির্মাণ কাজ শেষ হবে ২০২৫ সালের জুনের মধ্যে।
রংপুরের বধুমাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী প্রতিশ্রতি ছিল গ্যাস সরবরাহ। করোনার কারণে বিলম্বিত হয়েছে প্রকল্পের কাজ। বহুল কাঙ্খিত উত্তরের এই গ্যাস সঞ্চালন পাইপ লাইনটির ডিপিপিতে ২০২১ সালের জুনের মধ্যে শেষ করার লক্ষ্য ছিল। পরে মেয়াদ বাড়িয়ে ২০২২ সালের ডিসেম্বর করা হয়। ভূমি অধিগ্রহণ জটিলতা ও মহামরি কোভিড-১৯ এর কারণে যা শেষ হয় ২০২৩ সালের জুনে। প্রকল্পের আওতায় (বগুড়া থেকে রংপুর হয়ে সৈয়দপুর) ৩০ ইঞ্চি ব্যাসের ১৫০ কিলোমিটার সঞ্চালন পাইপ লাইন স্থাপন করা হবে। ১০০ এমএমএসসিএফডি সিজিএস (সিটি গেট স্টেশন) ৫০ (রংপুর) এবং ২০ (পীরগঞ্জ) এমএমএসসিএফডি ক্ষমতাসম্পন্ন টিবিএস (টাউন বর্ডার স্টেশন) স্থাপন করা হবে। শিল্প কারখানার অন্যতম নিয়ামক শক্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে প্রাকৃতিক গ্যাস। স্থানীয় ব্যবসায়ীরা মনে করেন গ্যাসের বিকল্প জ্বালানি ব্যবহার করে প্রতিযোগিতায় টিকে থাকা সম্ভব নয়। তাই রংপুর অঞ্চলে শিল্প কারখানা স্থাপনে সাহস দেখায়নি। এতে বিশাল অর্থনৈতিক বৈষম্য তৈরি হয়েছে। গ্যাস সরবরাহ পেলে রংপুরসহ উত্তরাঞ্চলে শিল্প কারখানা গড়ে উঠবে।