আইসিসি ওয়ানডে বিশ্বকাপ-২০২৩

সেমিতে ভারত ও নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ

সর্বশেষ ২০১৯ সালের বিশ্বকাপের এই সেমিফাইনাল থেকে নিউজিল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিল ভারত। চার বছর পর আবারো সেই একই মঞ্চ। তবে এবার স্থান ভিন্ন। এবার নিউজিল্যান্ডকে হারিয়ে ঘরের মাঠে ফাইনালে উঠতে পারবে তো ভারত? নাকি ২০১৯ সালের পুনরাবৃত্তি হবে? বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর আড়াইটায়।

ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে রীতিমতো উড়ছে ভারত। লিগ পর্বের ৯ টি ম্যাচেই অপরাজিত ছিলো তারা। সবগুলো ম্যাচেই পেয়েছে সহজ জয়। অন্যদিকে গত আসরের রানার্সআপ নিউজিল্যান্ড এবারের আসরে লিগ পর্বে জয় পেয়েছে পাঁচ ম্যাচে। আর হেরেছে ভারত, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের বিপক্ষে।

৯ ম্যাচে টানা জয় পাওয়া ভারতের আজ উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা কম। শেষ কিছু ম্যাচে উইনিং কম্বিনেশন ভাঙেননি তারা। এমনকি নেদারল্যান্ডসের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচেও সেরা একাদশ নিয়ে মাঠে নেমেছিল ভারত। সেমিফাইনালেও স্বাগতিকদের একাদশে বড় পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম।

অন্যদিকে নিউজিল্যান্ডও মোটামুটি একটি স্থির জায়গায় রয়েছে। দলের একাধিক খেলোয়াড় ভালো ফর্মে থাকায় বেশি ভাবতে হচ্ছে না একাদশ সাজানো নিয়ে। কিউইদের একাদশে ট্রাম্প কার্ড হিসেবে রাচিন রবীন্দ্র থাকায় অনেকটাই এগিয়ে থাকবে ব্ল্যাক ক্যাপসরা।

ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ ও মোহাম্মদ শামি।

নিউজিল্যান্ডের সম্ভাব্য একাদশ: ডেভন কনওয়ে, রাচিন রবীন্দ্র, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), ড্যারিল মিচেল, টম ল্যাথাম (উইকেটরক্ষক), গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি।

আরও পড়ুন...