কালের বিবর্তনে হারিয়ে যেতে বসেছে খেজুর রস। শীত মৌসুমের আগমনী বার্তার সঙ্গে সঙ্গে গ্রামবাংলার ঐতিহ্য খেজুর গাছের রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। শীতের সময়ই পাওয়া যায় সুস্বাদু পানীয় খেজুর গাছের রস। শীতের সকালে মিষ্টি রোদে বসে এই সুস্বাদু খেজুর গাছের রস পানের মজাই আলাদা। ভরা মৌসুমে রস সংগ্রহের জন্য শীতের আগমনের শুরু থেকেই প্রতিযোগিতায় মেতে উঠেছেন গাছিরা। ছবিটি নওগাঁ সদর বক্তারপুর ইউপি থেকে তোলা। বুধবার, ১৫ নভেম্বর। ছবি : পিবিএ/ইউনুস আলী ফাইম

আরও পড়ুন...