তারা আগে থেকেই পরাজয় আন্দাজ করতে পেরেছিল: গোলাম রাব্বানী

golam-rabbani-PBA

পিবিএ,ঢাবি: ছাত্রলীগের সমর্থিত প্যানেলের নেতারা বলেছেন, বামপন্থি সংগঠন, ছাত্রদল ও কোটা আন্দোলনকারীদের জোট ভোট বর্জন করেছে। কারন, তারা আগে থেকেই ডাকসু ও হল সংসদ নির্বাচনে পরাজয় আন্দাজ করতে পেরেছেন।

সোমবার (১১ মার্চ) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী সংসদের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী গোলাম রাব্বানী। তখন তার সঙ্গে ছিলেন প্যানেলের সহ-সভাপতি প্রার্থী রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

সংবাদ সম্মেলনে গোলাম রাব্বানী বলেন, নির্বাচনে পরাজয় বুঝতে পেরে ছাত্রদল, বাম সংগঠন, কোটা আন্দোলনকারীসহ অন্যরা বের হওয়ার পথ খুঁজছিল । সেজন্য তারা এক জোট হয়ে নাটক তৈরি করেছে। ষড়যন্ত্রের মাধ্যমে ভোট ব্যাহত করতে চেয়েছিল, তবে তাদের প্রতিহত করা হয়েছে। ছাত্রলীগ একদিকে এবং বাকি সবাই একদিকে,এটা ডাকসুর অতীত ইতিহাসেও ছিল।

নূরুল হক নূর রোকেয়া হলে আহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার বিষয়ে রাব্বানী বলেন, তার গায়ে একটা আঁচড়ও কেউ দেয়নি। তিনি হিট স্ট্রোক করে থাকতে পারেন, রাতে ঘুমও হয়তো কম হয়েছে।

রাব্বানী আরও বলেন, নূর, ছাত্রদলের প্রার্থীসহ আমরা সেখানে ব্যালট বাক্স দেখি। দেখা যায় কোনো সমস্যা ছিল না। কিন্তু নূর ব্যালট বাক্স দেখে সাংবাদিকদের কাছে ভুল তথ্য দেন ।

সম্মিলিত শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী শোভন বলেন, নূর ল্যাবএইড হাসপাতালে আছেন। সেখানে তাকে গিয়ে দেখে এসেছি। তার শরীরের তাপমাত্রা বেশি। চিকিৎসক বলেছেন, তার শরীরে কোনো আঘাত নেই।

পিবিএ/এফএস

আরও পড়ুন...