ইবিতে প্রেশার পাইপ বিস্ফোরণ, তিন নির্মাণ শ্রমিক আহত

নাজমুল হুসাইন,ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নির্মাণাধীন ভবনের প্রেশার পাইপ বিস্ফোরণে তিন নির্মাণ শ্রমিক আহত হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) বিকেলে নির্মাণাধীন শেখ রাসেল হলে কাজ করার সময় এই দুর্ঘটনা ঘটে।

ভবন নির্মাণের দায়িত্বে থাকা মাইশা কনস্ট্রাকশন এন্ড প্রাইভেট লিমিটেড এর প্রতিনিধি মুন্না বিষয়টি নিশ্চিত করেছেন। এসময় ঝিনাইদহের শৈলকূপা উপজেলার শ্রীরামপুর গ্রামের শহীদ, জাঙ্গালিয়া গ্রামের রসূল ও জগৎপুরের মুরাদ নামে তিন নির্মাণ শ্রমিক আহত হন।

প্রত্যক্ষদর্শী সূত্রে, বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের দক্ষিণ ব্লকের ছাঁদ ঢালাইয়ের নির্মাণকাজ চলমান রয়েছে। এ সময় ঢালাই কাজের প্রেশার পাইপ বিস্ফোরণ ঘটলে পাশে থাকা তিনজন গুরুতর আহত হন। পরে তাদেরকে দ্রুত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়। কিন্তু আহতদের অবস্থা গুরুতর হওয়ায় অ্যাম্বুলেন্সে কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়।

ভবন নির্মাণের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মুন্না বলেন, এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। প্রেশার পাইপ বিস্ফোরণ সাধারণত ঘটে না। তবে আমি আহত শ্রমিকদের সাথেই আছি। তাদেরকে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করার পর ডাক্তারের পরামর্শ অনুযায়ী যা যা করা দরকার সবকিছু করবো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, শ্রমিকদের নিরাপত্তা দেখভালের দায়িত্ব ইন্জিনিয়ারিং ভবন আর ঠিকাদারি প্রতিষ্ঠানের। আমি গতদিনও তাদেরকে আইডি কার্ডসহ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছি। আজকের ঘটনাটি জানার পর তাৎক্ষণিক প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে কুষ্টিয়া পাঠিয়েছি।

আরও পড়ুন...