কুকুরের সঙ্গে কোহলির সেলফি!

dog-koheli-PBA

পিবিএ ডেস্ক: ভারতের এই সময়ের সেরা ব্যাটসম্যান বিরাট কোহলি কুকুরের সঙ্গে সেলফি তুলে সোশ্যাল মিডিয়ায় হইচই ফেলে দিয়েছেন।

সোমবার দুপুরে তিনি এ সেলফিটি তার টুইটারের ভেরিফায়েড অ্যাকাউন্টে আপলোড করেন। টুইট করার সময় কোনো ক্যাপশন দেননি ভারতের এ অধিনায়ক। প্রায় এক ঘণ্টা পর ক্যাপশন লেখেন, Touchdown Delhi।

মিনু দত্ত নামের এক তরুণী মন্তব্য করেন, আনুশকা অ্যাফেক্ট।

প্রথম এক ঘণ্টাতেই এটিতে ১৭ হাজার প্রতিক্রিয়া ও মন্তব্য পড়ে। এর মধ্যে ভারতের বেশিরভাগই তাকে উইশ করে মন্তব্য লেখেন। কেউ কেউ আগামী ম্যাচে তার সেঞ্চুরি দেখারও প্রত্যাশা করেন।

কেউ আবার ভারতের সেনাক্যাপ পরিহিত কোহলির ছবিও দেন। পাকিস্তানের অনেক দর্শক কোহলির উদ্দেশে বলেন, আমরা আপনাকে ভালোবাসি, কিন্তু ক্রিকেট নিয়ে রাজনীতি পছন্দ করি না।

পিবিএ/এফএস

আরও পড়ুন...