টাঙ্গাইলে নাহিদ কটন মিলে অগ্নিকান্ড

পিবিএ,টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত নাহিদ কটন মিলে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে মিলের ৭ নম্বর ইউনিটের পেছনে অবস্থিত সুতা ও তুলার গুদামে হঠাৎ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকান্ডে গুদামের ব্যাপক ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিসের সদস্যরা জানিয়েছেন।

খবর পেয়ে মির্জাপুর ও কালিয়াকৈর উপজেলা ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘন্টা কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনেন। আগুনে সুতা, তুলা সহ প্রায় ২০ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে নাহিদ কটন মিলের জেনারেল ম্যানেজার শহিদুল ইসলাম জানিয়েছেন।

মির্জাপুর ফায়ার স্টেশনের স্টেশন কর্মকর্তা মানিক তালুকদার পিবিএ’কে জানিয়েছেন, ৩টি ফায়ার স্টেশনের পাঁচটি ইউনিট প্রায় দুই ঘন্টা কাজ করে মিলের আগুন নিয়ন্ত্রনে আনেন।

পিবিএ/টিএ/হক

আরও পড়ুন...