হারিয়ে যেতে বসেছে গাছের ছোট ছোট সবুজ পাতার ফাঁকে উঁকি দেয়া ঔষধী গুণসম্পন্ন মধুভরা সাদা রঙের পথের পাশের ফুল। প্রাকৃতিকভাবে সুন্দর ফুলে ভরা। জন্ম নেয়া এ উদ্ভিদকে ‘দণ্ডকলস’ বলা হয়। এলাকা ভেদে আঞ্চলিক ভাষায় এই গাছটিকে মধু গাছ, কানশিসা আবার কোথাও কানশিকা নামে পরিচিত। গ্রামীণ জনপদে জন্ম নেয়া এই গাছ সর্দি, কাশিতে বেশ উপকারী। ছবিটি গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোমরনই থেকে তোলা। শনিবার, ২৫ নভেম্বর। ছবি : পিবিএ/রিফাতুন্নবী রিফাত