মানিকগঞ্জে এলজিইডি কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন

পিবিএ,মানিকগঞ্জ: হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলা প্রকৌশলীকে অবৈধভাবে গ্রেফতার করায় ওই উপজেলার নির্বাহী অফিসার (ইউএনও) মো.জসীম উদ্দিনের বিচারের দাবীতে মানিকগঞ্জে মানববন্ধন পালন করা হয়েছে।

মঙ্গলবার ১২মার্চ মানিকগঞ্জ এলজিইডির অফিসের সামনে সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে মানিকগঞ্জের এলজিইডির নির্বাহী প্রকৌশলী নাঈমা নাজনীন নাজ, এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী খন্দকার আসাদুজ্জামান, সদর উপজেলার প্রকৌশলী মো.জাহিদুল ইসলামসহ এলজিইডির ১৫২জন কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৬ মার্চ বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে পুলিশ গ্রেফতার করে উপজেলা প্রকৌশলীকে। নিজ কার্যালয় থেকে গ্রেফতার করে তাকে হাতকড়াও পড়ানো হয়। কিন্তু পরবর্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিথ্যাচার করে বলেন, নিরাপত্তার স্বার্থে প্রকৌশলীকে পুলিশের হেফাজতে নেয়া হয়েছিল। বক্তারা আরও বলেন নির্বাহী কর্মকর্তা ক্ষমতার অপব্যবহার করে উপজেলা প্রকৌশলীকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন।

পিবিএ/এমআ/ইএম

আরও পড়ুন...