ভোটারদের প্রত্যাশা পূরণেই স্বতন্ত্র প্রার্থী হয়েছি: আ’লীগ নেতা রেজনু

রাজন্য রুহানি,জামালপুর: জামালপুর সদর (৫) আসনের স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সদস্য ও এফবিসিসিআইয়ের পরিচালক রেজাউল করিম রেজনু বলেছেন, জামালপুর সদরের মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত থেকে আমি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতি করে আসছি। এর আগেও কয়েকবার দলের মনোনয়ন চেয়েছি।

তিনি আরো বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে এমন একজনকে মনোনয়ন দেওয়া হয়েছে, যার সাথে সদরের ভোটারদের কোনো সম্পৃক্ততা নেই। ভোটারদের প্রত্যাশা পূরণেই আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি।

জামালপুরের কর্মরত সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

মতবিনিময় সভাটি শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে শহরের তমালতলায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সারাজেলা থেকে প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

আরও পড়ুন...