কুড়িগ্রামে ন্যাশনাল সার্ভিস পুর্ণবহালের দাবিতে মানববন্ধন

MANOB-BONDON-PBAপিবিএ,কুড়িগ্রাম: কুড়িগ্রামের রৌমারীতে ন্যাশনাল সার্ভিস কর্মসূচী পুর্ণবহাল ও জাতীয় করণের দাবিতে মানববন্ধন কর্মসুচী পালন করেছে বেকার-যুবক ও যুবতীরা।

মঙ্গলবার দুপুরে রৌমারী উপজেলা চত্ত্বরে প্রায় ২ হাজার ন্যাশনাল সার্ভিস কর্মীসহ বেকার যুবক-যুবতীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ন্যাশনাল সার্ভিসের উপজেলা আহ্বায়ক আব্দুল হামিদ, যুগ্ন আহ্বায়ক হারুন অর রশিদ মোল্লা, সদস্য শহিদুর রহমান, দুলাল হোসেন, ফজলুল হক, নব-নির্বাচিত উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আকতার স্মৃতি প্রমূখ।

বক্তারা বলেন, ন্যাশনাল সার্ভিস কর্মসূচী বন্ধ হওয়ার পর রৌমারী উপজেলার ২ হাজার ৩০০ যুবক-যুবতী বেকার হয়ে মানবেতর জীবন-যাপন করছে। অবিলম্বে পুণরায় ন্যাশনাল সার্ভিস কর্মসূচী চালু করে সকলকর্মীকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি কামনা করেন বক্তারা।পরে ন্যাশনাল সার্ভিসকর্মীদের চাকুরী পুর্ণবহালের জন্য রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনা বেকারত্ব দুরীকরণে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কুড়িগ্রাম, বরগুনা ও গোপালগঞ্জ জেলায় ২০১০ সালে ২বছর মেয়াদী ন্যাশনাল সার্ভিস চালু করেন। সে অনুযায়ী কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় ২হাজার ৩০০ বেকার যুবগ-যুবতীদের কর্মসংস্থান সৃষ্টি হয়।
ন্যাশনাল সার্ভিস কর্মসূচীর আওতায় বেকার যুবগ-যুবতীদের বিভিন্ন দপ্তরে অস্থায়ী ভিত্তিতে চাকুরী করেন। ২বছর মেয়াদ শেষ হওয়ার পর আবারো তারা বেকার হয়ে অসহায় জীবন যাপন করছেন।

পিবিএ/ইএ/হক

আরও পড়ুন...