ফেনী ক্রীড়া পরিদপ্তরে জেলা পর্যায়ে বাছাই পর্ব অনুষ্ঠিত

FANI-FOOD-BALLREAM-PBA

পিবিএ,ফেনী: ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে মঙ্গলবার দুপুরে শহরের ভাষা শহীদ আবদুস সালাম স্টেডিয়ামে ক্রীড়া পরিদপ্তর ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এর জেলা পর্যায়ের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে।

ক্রীড়া পরিদপ্তরের আওতাধীন জেলা ক্রীড়া অফিসের আয়োজন উক্ত বাছাই পর্বে জেলার প্রায় শতাধিক খেলোয়াড় অংশ নেয়।
শতাধিক খেলোয়াড় থেকে তিনজনকে বাছাই করে বিভাগীয় পর্যায়ে নেয়া হবে। চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে প্রত্যেক জেলা থেকে ৩জন করে মোট ৩৩ জন নেয়া হবে। পরে বিভাগীয় পর্যায়ে যাচাই বাছাই শেষে ১৬ জনকে নিয়ে বিভাগীয় দল গঠন করা হবে বলে জানা যায়।

ফেনী জেলা পর্যায়ের আজকের বাছাই পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ফেনীর অতিরিক্ত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন চৌধুরী।

এ সময় আরো উপস্হিত ছিলেন। জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে, জেলা ক্রীড়া সংস্হার সাধারণ সম্পাদক আমির হোসেন বাহার, বাফুফের জেলা ফুটবল কোচ দীপক চন্দ্র নাথ সহ অন্যান্য কর্মকর্তাগন।

বাছাই শেষে অতিথিরা বাছাই পর্বে অংশ নেয়া প্রত্যেক খেলোয়াড়ের হাতে টিশার্ট তুলে দেন।

পিবিএ/জেকে/হক

আরও পড়ুন...