২ মিনিটের জন্য ফ্লাইট মিস হওয়ায় বেঁচে গেলেন বিমানের যাত্রী!

greec-antonic-ethioniari-PB

পিবিএ ডেস্ক: টিকিট কনফার্ম থাকলেও ফ্লাইট মিস করেন বিমানের এক যাত্রী। আর তাতেই প্রাণে বেঁচে যান তিনি। বিমানবন্দরে পৌঁছতে তার দেরি হয়েছিল মাত্র দু’মিনিট। কিন্তু, তাতেই বন্ধ হয়ে গিয়েছিল বিমানবন্দরের দরজা। ফ্লাইট ধরতে না পারায় ক্ষোভে ফেটে পড়েছিলেন তিনি। দেরির জন্য বিমানবন্দরের কর্মীদের বিরুদ্ধে অসহযোগিতারও অভিযোগ তুলেছিলেন। আর এখন নিজের ভাগ্যকেই ধন্যবাদ দিচ্ছেন গ্রীসের এক যাত্রী। কারণ, ওই মিনিট দু’য়েকের দেরির ফলেই প্রাণে বেঁচে গেছেন তিনি।

রোববার নাইরোবিগামী ইথিওপিয়ান এয়ারলাইন্সের ওই বিমান ইটি-৩০২ ফ্লাইট আকাশে ওড়ার মাত্র ছ’মিনিটের মধ্যে ভেঙে পড়ে। ওই ফ্লাইটের ৮ বিমানকর্মী ছাড়াও ১৪৯ জন যাত্রীর কেউই বেঁচে নেই। ওই ফ্লাইটেই ১৫০তম যাত্রী হিসাবে যাওয়ার কথা ছিল গ্রীসের নাগরিক আন্তোনিস মাভরোপুলসের।

ইন্টারন্যাশনাল সলিড ওয়েস্ট অ্যাসোসিয়েশন নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রেসিডেন্ট আন্তোনিস জানিয়েছেন, ওইদিন জাতিসঙ্ঘের পরিবেশ সংক্রান্ত বার্ষিক সম্মেলনে যোগ দিতে নাইরোবিতে যাওয়ার কথা ছিল তাঁর। সে কারণে ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবার বোল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন তিনি। তবে সেখানে পৌঁছতে মাত্র মিনিট দুয়েক দেরি হয়ে যায় তাঁর। রাগে ফেটে পড়েছিলেন। তিনি লিখেছেন, “প্রচণ্ড রেগে গিয়েছিলাম। কারণ, কেউ আমাকে সময় মতো গেটে পৌঁছতে সাহায্য করেননি।”

ওই ফ্লাইট ধরতে না পারায় ফের একটি বিমানের টিকিট কাটেন আন্তোনিস। তবে বিমানবন্দর কর্তৃপক্ষ সেই ফ্লাইটে উঠতে বাধা দেন আন্তোনিসকে। উল্টে তাঁকে নিয়ে যাওয়া হয় বিমানবন্দরের থানায়। আন্তোনিস জানিয়েছেন, বিমানবন্দর কর্তৃপক্ষ তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যান। কারণ, আন্তোনিসই ওই ফ্লাইটের একমাত্র যাত্রী ছিলেন, যিনি বিমানে ওঠেননি।

থানায় পৌঁছে নিজের ক্ষোভের কথা জানাতে থাকেন আন্তোনিস। তিনি বলেন, “থানার অফিসার জানান, ঈশ্বরের কাছে ধন্যবাদ জানান। কারণ আপনিই একমাত্র যাত্রী যিনি ওই ফ্লাইট মিস করেছেন।” দুর্ঘটনার খবর জানতে পেরে স্তম্ভিত হয়ে যান আন্তোনিস। এর পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁকে ছেড়ে দেওয়া হয়।

পিবিএ/এফএস

আরও পড়ুন...