ঝকঝকে নীল আকাশে ঝাঁকবেঁধে উড়ে বেড়াচ্ছে আপন খেয়ালে টিয়াপাখি। দূর থেকে দেখে মনেহয়, নীলাকাশে এক টুকরো সবুজের আভা। উড়তে উড়তে কখনও বাঁ দিক, তো আবার কখনও ডান দিকে বাঁক নিচ্ছে তারা। উপরে নীলাকাশ, আর নীচে পাকা ধানের সোনালি আভা। এমন আবহে ওরা যেন আনন্দে আত্মহারা। ছবিটি চট্টগ্রামের রাউজান গুমাই বিল থেকে তোলা। বুধবার, ১৩ ডিসেম্বর। ছবি : পিবিএ/এম ফয়সাল এলাহী

আরও পড়ুন...