বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজ ২০২৩

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে নিউজিল্যান্ডের বড় সংগ্রহ

সাদা বলের ক্রিকেটে নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের পারফরম্যান্স এমনিতেই সুখকর নয়। নতুন বছরে নতুন সিরিজেও তার ব্যত্যয় ঘটেনি। বৃষ্টিবিঘ্নিত কার্টেল ওভারের ম্যাচে আগে ব্যাট করে টাইগারদের কঠিন লক্ষ্য ছুঁড়ে দিয়েছে কিউইরা।

ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৩০ ওভারে সাত উইকেটে ২৩৯ রান সংগ্রহ করেছে নিউজিল্যান্ড।

দিনের শুরুটা অবশ্য ভালোই হয়েছিল বাংলাদেশের। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত। প্রথম ওভারেই ২ উইকেট শিকার করে তার সিদ্ধান্ত যেন সঠিক প্রমাণ করেছিলেন পেসার শরিফুল ইসলাম।

শরিফুলের দারুণ বোলিংয়ে এদিন রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন রাচিন রবীন্দ্র ও হেনরি নিকোলস। পরের গল্পটা অবশ্য শুধুই টম লাথাম আর উইল ইয়ংয়ের। এ দুই ব্যাটারের পাল্টা আক্রমণে ম্যাচ নিজেদের দিকে নেয় কিউইরা।

বৃষ্টির কারণে এ সময় দুইবার ম্যাচ থেমে যায়। টসের পর ইনিংস শুরুর আগেও একবার এসেছিল বৃষ্টির বাধা। ফলে ম্যাচের দৈর্ঘ্য কমে আসে। তবে প্রাকৃতিক এ কারণ কিউই দুই ব্যাটারের ছন্দপতন ঘটাতে পারেনি।

তৃতীয় উইকেটে ১৭১ রান যোগ করেন লাথাম ও ইয়ং। দুজনই ছিলেন সেঞ্চুরির পথে। তবে ৯২ রানে মেহেদী মিরাজের বলে বোল্ড হয়ে হতাশ হন লাথাম। অবশ্য সঙ্গী না পারলেও ঠিকই তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ইয়ং।

মিরাজের বলে সিঙ্গেল নিয়ে ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে সেঞ্চুরি পূরণ করেন ইয়ং। শেষ ওভারে রান আউট হওয়ার আগে ১০৫ রান করেন তিনি। মাঝে ১১ বলে ২০ রানের ক্যামিও উপহার দেন মার্ক চাপম্যান।

ইনিংসের শেষ ওভারে তিনটি রান আউট করেন বাংলাদেশের ফিল্ডাররা। যদিও এর আগে বেশ ছন্নছাড়া ছিলেন প্রায় সবাই। টাইগার বোলারদের মাঝে শরিফুল দুটি ও মিরাজ একটি উইকেট নেন।

আরও পড়ুন...