পিবিএ,পাবনা: ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নির্বাচনকে কেন্দ্র করে, জনাব মকলেছুর রহামন মিন্টুর পক্ষে বিশাল পথসভা বের করেন। উক্ত পথসভাটি দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয় থেকে দাশুড়িয়া ট্রাফিক মোড় পর্যন্ত প্রদক্ষিন হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি- মোঃ আব্দুস সাত্তার, বাদশা মালিথা যুগ্ন সম্পাদক, আলাউদ্দিন সাংগঠনিক সম্পাদক,মহিদুল ইসলাম দপ্তর সম্পাদক, যুবলেীগের উপস্থিত ছিলেন, পূলক সরদার সভাপতি, সোহান সরদার দপ্তর সম্পাদক, রুবেল সরদার অর্থ সম্পাদক, ছাত্রলীগের ছিলেন- হাসান সহসভাপতি, হেলাল প্রচার সম্পাদক, ছাত্রলীগ সেক্রেটারী আলমগীর হোসেন- মুলাডুলি ইউপি, উপস্হিত ছিলেন ফয়সাল আহমেদ ফাহিম দাশুড়িয়া ডিগ্রী অনার্স কলেজ, মুনিরুল ইসলাম তারেক, শিবলু, ফয়সাল এছাড়াও স্থানীয় নেতা কর্মীরা।
পিবিএ/এমটিএইচ/এমএসএম