পিবিএ,ঢাকা: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন । মঙ্গলবার বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন তিনি।
পরিচয়পত্র পেশকালে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে আশা প্রকাশ করেন ডিকসন।
রবার্ট চ্যাটার্টন ডিকসন যুক্তরাজ্যের হাইকমিশনার হিসেবে ঢাকায় আসার আগে এই পদে দায়িত্ব পালন করেছেন এলিসন ব্লেক। তবে ব্লেক অন্য একটি কূটনৈতিক কার্যক্রমের দায়িত্ব নিয়েছেন।
ডিকসন ঢাকায় আসার আগে ব্রিটিশ ফরেন অফিসের পশ্চিম বলকান বিষয়ক কর্মসূচির অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এছাড়াও তিনি যুক্তরাজ্যের কাবুল মিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ছিলেন। যুক্তরাজ্যের শিকাগো মিশনের কনসাল জেনারেলসহ বিভিন্ন পদে দায়িত্বে ছিলেন।
পিবিএ/এফএস