পথের ধারে বা আঙিনাজুড়ে তার বসবাস। চকচকে সবুজ পাতার আড়ালে উঁকি দেওয়া ছোট্ট হলুদ ফুল। গড়ন অনেকটা সূর্যমুখীর মতো। বলছিলাম ছোট গুল্মজাতীয় উদ্ভিদ ভৃঙ্গরাজের কথা। ছবিটি পাবনার চাটমোহর উপজেলা থেকে তোলা। মঙ্গলবার, ২৬ ডিসেম্বর। ছবি : পিবিএ/মামুন হোসেন।

আরও পড়ুন...