বিএফইউজে নির্বাচনে গাজী-গণি পরিষদের জয়

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচনে সভাপতি পদে রুহুল আমিন গাজী, মহাসচিব পদে কাদের গণি চৌধুরীসহ তাদের পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) রাতে এ ফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়কোবাদ মিলন।

এদিন সকালে জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে সংগঠনের দ্বি-বার্ষিক কাউন্সিল অধিবেশন উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান। উদ্বোধনী অনুষ্ঠানের পর বসে কর্ম অধিবেশন। এরপর বেলা ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণের পর গণনা শেষে ফল ঘোষণা হয়।

নির্বাচনে রুহুল আমিন গাজী ও কাদের গণি চৌধুরীর নেতৃত্বে ‘গাজী-গণি পরিষদ’ এবং বিদায়ী সভাপতি এম আবদুল্লাহ ও বিদায়ী মহাসচিব নুরুল আমিন রোকনের নেতৃত্বে ‘আবদুল্লাহ-রোকন পরিষদ’ প্রতিদ্বন্দ্বিতা করে।

সভাপতি পদে রুহুল আমিন গাজী ১৯৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন, যেখানে তার প্রতিদ্বন্দ্বী এম আবদুল্লাহ পেয়েছেন ১৪৭ ভোট। মহাসচিব পদে কাদের গণি চৌধুরী নির্বাচিত হয়েছেন ২২৪ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নূরুল আমিন রোকন পেয়েছেন ১১২ ভোট।

নির্বাচিত অন্যরা হলেন, সহসভাপতি এ কে এম মহসিন, ওবায়দুর রহমান শাহীন ও মুহাম্মদ খায়রুল বাশার; সহকারী মহাসচিব বাছির জামাল, সাদিকুল ইসলাম স্বপন ও এহতেশামুল হক শাওন; কোষাধ্যক্ষ শহীদুল ইসলাম; সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ; দপ্তর সম্পাদক আবু বকর এবং প্রচার সম্পাদক হয়েছেন শাহজাহান সাজু।

নির্বাচিত নির্বাহী সদস্যরা হলেন- শাহীন হাসনাত, মোদাব্বের হোসেন, অর্পণা রায়, মুহাম্মদ আবু হানিফ, ম হামিদুল হক মানিক, মির্জা সেলিম রেজা ও আব্দুর রাজ্জাক বাচ্চু।

আরও পড়ুন...