নতুন আরেকটি বছর আসছে। এরইমধ্যে চারদিকে আগমন ধ্বনি বেজেছে। এই আগমনধ্বনি পুরনো দিনের গ্লানি মুছে ফেলে নতুন উদ্দীপনায় চলার ব্রত জানান দিচ্ছে; সামনের দিনগুলোয় পাড়ি দিতে হবে অনেক দীর্ঘ পথ। আজ আকাশ থেকেও হারালো পুরনো বছরের সূর্যটা। ছবিটি নওগাঁ সদর থেকে তোলা। শনিবার, ৩০ ডিসেম্বর। ছবি : পিবিএ/শামীনূর রহমান