শেষ পর্যন্ত আর ভোটে ফিরতে পারলেন না আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী শাম্মী আহমেদ। তাঁর করা আবেদন খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে এই আসনে নৌকার কোনো প্রার্থী রইল না। এই আসনে টিকে আছেন আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত বর্তমান সংসদ সদস্য ও আসন্ন নির্বাচনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী পঙ্কজ দেবনাথ।
মঙ্গলবার (২ জানুয়ারি) শাম্মী আহমেদের আবেদন খারিজ করে দেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বেঞ্চ এই আদেশ দেন।
দ্বৈত নাগরিকত্ব থাকার অভিযোগে রিটার্নিং কর্মকর্তা, নির্বাচন কমিশন ও হাইকোর্টে প্রার্থিতা ফিরে পেতে আবেদন করেও বিফল হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাম্মী আহমেদ। এমনকি চেম্বার আদালতে গিয়েও সাড়া মেলেনি। পরে প্রার্থিতা ফিরে পেতে লিভ টু আপিল করেন তিনি, যা শুনানির জন্য আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠানো হয়। সে অনুযায়ী আজ শুনানি শেষে আদেশ দেন আপিল বিভাগ।