পিবিএ ডেস্ক: পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি ডাচ-বাংলা ব্যাংক মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
কোম্পানিটি অনুমোদিত মূলধন ৪০০ কোটি টাকা থেকে ৫০০ কোটি টাকা করবে। এজন্য কোম্পানিটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) ২৯ এপ্রিল সকাল ১০টায় সোনারগাঁও হোটেলে করবে।
উল্লেখ্য, কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১৫০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস লভ্যাংশ। ৩১ ডিসেম্বর,১৮ সমাপ্ত হিসাব বছরে এ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানির পর্ষদ।
আর ডিভিডেন্ড অনুমোদনের জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) আগামী ২৯ এপ্রিল সকাল সাড়ে ১০টায় সোনারগাঁও হোটেল, ঢাকায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৭ এপ্রিল।
পিবিএ/এফএস