হামলা, চাঁদাবাজি ও হুমকির প্রতিবাদে পাবনায় ব্যবসায়িদের ধর্মঘট

পিবিএ,পাবনা: পাবনার অন্যতম বৃহৎ বাণিজ্যকেন্দ্র কাশীনাথপুরে বুধবার (১৩ মার্চ) সর্বস্তরের ব্যবসায়িরা অর্ধদিবস ধর্মঘট পালনসহ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে। ব্যবসায়িদের উপর দুর্বৃত্ত হামলা, হুমকি ও চাঁদাবাজির প্রতিবাদে কাশীনাথপুর ফুলবাগান ব্যবসায়ি সমবায় সমিতির ডাকে এ কর্মসূচি পালিত হয়।

বুধবার সকাল থেকেই কাশীনাথপুরের সব দোকানপাট বন্ধ ছিল। বেলা ১১টায় কাশীনাথপুর গোলচত্বর থেকে ৫ শতাধিক ব্যবসায়ি একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পুরা এলাকা প্রদক্ষিণ করে ট্রাফিকমোড়ে ব্যবসায়ি সমিতির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। সেখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন ব্যবসায়ি সমিতির সহ-সভাপতি সাগর আলী খান। এতে বক্তব্য দেন ব্যবসায়ি সমিতির সেক্রেটারি শাহ আলম মোল্লা, শফিকুল ইসলাম মোহন, অধ্যাপক শফিকুল আলম টিটুল, মুরাদ সেখ, গোলাম মোস্তফা প্রমুখ।

ব্যবসায়িরা জানান, কাশীনাথপুর বাজারের ব্যবসায়ি নামধারী চিহ্নিত প্রতারক মাসুদ রানা সোমবার রাতে(১১ মার্চ) ব্যবসায়ি সমিতির সেক্রেটারি শাহ আলম মোল্লার উপর সন্ত্রাসী হামলা চালায়। এর কয়েকদিন আগে সে ওই সমিতির কোষাধ্যক্ষ বাবুল হোসেন, সহ-সভাপতি সাগর আলী, কার্যকরী সদস্য দুলাল মোল্লাকে মারধোর করে। এছাড়া বিভিন্ন সময়ে সে বিভিন্ন ব্যবসায়ির টাকা আত্মসাৎসহ হুমকি দিয়ে চাঁদা দাবি করেছে বলে তারা জানান। এতে সফল না হওয়ায় এ দুর্বৃত্ত বিভিন্ন ব্যবসায়ির নামে থানায় নামে- বেনামে বানোয়াট অভিযোগ করে তাদের হয়রানি বলেও তারা উল্লেখ করেন। প্রতিবাদ সমাবেশ থেকে অভিযুক্ত মাসুদ রানাকে ব্যবসায়ি সমিতি থেকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়। তার বিরুদ্ধে মঙ্গলবার( ১২ মার্চ) আমিনপুর থানায় অভিযোগ দেয়া হয়েছে বলে তারা জানান।

বক্তারা আমিনপুর থানা পুলিশের প্রতি মাসুদ রানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে বলে তারা জানান।

এ বিষয়ে অভিযুক্ত মাসুদ রানা তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে জানান, বনিক সমিতির সেক্রেটারী শাহ আলম আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছিল। না দেয়ায় তাদের হুমকিতে আমার দোকান ২৪ দিন বন্ধ রাখতে বাধ্য হয়েছিলাম। গত পরশুদিন (১১ মার্চ) রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে মদ্যপ অবস্থায় শাহ আলম আমাকে হুমকি দেয়। আমি প্রতিবাদ করায় আমাকে মারধর করে। থানায় জানালে পুলিশ এসে আমাকে উদ্ধার করে। এরপর ক্ষিপ্ত হয়ে সমিতির নাম ভাঙ্গিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে বিক্ষোভ করছে।

আমিনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম জানান, মাসুদ রানা ও শাহ আলম দুইজনেরই অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

পিবিএ/এআইজে/এইচএইচ

আরও পড়ুন...