পলাশপুর খালের খনন কাজ চলছে। খালটি নাব্যতা সংকটের কারণে প্রবাহ কমে গিয়েছিল। যার ফলে পলাশপুর অঞ্চলে বর্ষার সময় জোয়ারের পানিতে তলিয়ে যেত। আগে কখনও খালটি খনন করা হয়নি। এখন খালটি খনন শেষ হলে এই এলাকার মানুষ অনেকটাই জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে। তবে খালের পাশে কিছু দখলদারের কারণে একটি অংশ দিয়ে খালটির খনন ব্যাহত হচ্ছে। বুধবার, ১৭ জানুয়ারী। ছবি : পিবিএ/এন আমিন রাসেল