পিবিএ ডেস্ক: বিশ্বের ৭৯টি দেশের ২ হাজার ৭২৯টি দলের সঙ্গে প্রতিযোগিতা করে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০১৮তে দুটি ক্যাটাগরির শীর্ষ চারে উঠে এসেছে বাংলাদেশ। গতকাল ছয়টি ক্যাটাগরিতে শীর্ষ ২৫টি দলের নাম ঘোষণা করে নাসা। যেখানে দুটি ক্যাটাগরির শীর্ষ চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ।
বেসিসের তথ্যমতে, এর আগে পিপলস চয়েস অ্যাওয়ার্ডে শীর্ষ দশে জায়গা করে নিলেও, এবারই প্রথম মূল ক্যাটাগরির শীর্ষ চারে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। বেস্ট ইউজ অব ডাটা ক্যাটাগরিতে ক্যালিফোর্নিয়া, কুয়ালালামপুর আর জাপানের সঙ্গে শীর্ষে উঠে এসেছে সিলেট থেকে চ্যাম্পিয়ন হিসেবে মনোনয়ন পাওয়া দল ‘টিম অলিক’। এছাড়া বেস্ট ইউজ অব হার্ডওয়্যার ক্যাটাগরিতে আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া ও তাইপের সঙ্গে শীর্ষ চারে উঠে এসেছে ঢাকা থেকে রানার্সআপ হিসেবে মনোনয়ন পাওয়া টিম ‘প্ল্যানেট কিট’।
বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, চলতি বছর আমাদের লক্ষ্য ছিল গত তিন আসরের তুলনায় ভালো করার। প্রথমবারের মতো প্রধান ছয়টি ক্যাটাগরির মধ্যে দুটি ক্যাটাগরির শীর্ষ চারে স্থান করে নেয়া অনেক বড় অর্জন। বেসিস থেকে ডিজিটাল বাংলাদেশ গড়ার যে যাত্রা অব্যাহত রেখেছি, এ অর্জন আমাদের প্রচেষ্টার পথে আরেকটি বড় মাইলফলক। বাংলাদেশের নাম বিশ্ব দরবারে আরো উঁচুতে আসীন করার জন্য ‘টিম অলিক’ ও ‘টিম প্ল্যানেট কিটকে’ অভিনন্দন জানাচ্ছি।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে প্রতিটি ক্যাটাগরির চ্যাম্পিয়নের নাম ঘোষণা করা হবে। ছয়টি ক্যাটাগরির ছয়টি চ্যাম্পিয়ন দল নাসায় যাওয়ার এবং শিক্ষানবিশ হিসেবে কিছুদিন কাজ করার সুযোগ পাবে।
আরও পড়ুন:
পিবিএ/এফএস