কুড়িগ্রামে বিদ্যালয় গুলোতে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন

পিবিএ,কুড়িগ্রাম: শিক্ষার্থীদের মাঝে গণতান্ত্রিক ধারার সু-ব্যববহার শিক্ষা দানে সারাদেশের মতো কুড়িগ্রামের উচ্চ বিদ্যালয় পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে স্কুল কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। ষষ্ঠ শ্রেণি থেকে ১০ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে ৮ টি পদে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

প্রতিটি বিদ্যালয়ে নির্বাচন পরিচালনায় একজন নির্বাচন কমিশন, ৫ জন প্রিজাইডিং অফিসার, ১০ পোলিং অফিসার, প্রার্থীও এজেন্টসহ কয়েকজন স্বেচ্ছাসেবীর সমন্বয়ে এ নির্বাচনের ভোট প্রয়োগ সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা প্রর্যন্ত চলবে।

অন্যান্যা বিদ্যালয় গুলোর সাথে জেলার ফুলবাড়ী জছিমিঞা সরকারি উচ্চ বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, এক গণতান্ত্রিক ধারা স্মরণ রেখেই বিদ্যালয়ের শিক্ষার্থীরা লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। নির্বাচন কমিশন, প্রিজাইডিং, পেলিং, প্রার্থীও এজেন্ট, নির্বাচনের ব্যালট বাক্সসহ একটি নির্বাচনের আনুষ্ঠানিক ভোটগ্রহণে সবেই ব্যবহার করা হচ্ছে।

এ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ও নির্বাচন কমিশনের দায়িত্বে থাকা আতিকা হোসেন জানান, ষষ্ঠ শ্রেণি থেকে ১০ শ্রেণির মোট ৮০২ ভোটের মধ্যে স্কুল কেবিনেট নির্বাচন ২০১৯ অনুষ্ঠিত হয়। এখানে ছাত্র ভোটার রয়েছে ৫০৭ ও ছাত্রী ভোটার রয়েছে ২৯৫ জন। বিদ্যালয়ের ৫ টি শ্রেণির মোট ১৭ জন প্রার্থী ৮ টি পদের জন্য প্রতিদ্বন্দ্বি করে।

পিবিএ/ইউএ/এমএসএম

আরও পড়ুন...