রংপুর বই মেলায় ১ টাকায় আহার জুটবে পথ শিশুদের

পিবিএ,রংপুর: সম্মিলিত লেখক সমাজের আয়োজনে ৪র্থ বারের মতো স্বাধীনতা রংপুর বই মেলা ১১ দিন ব্যাপি অনুষ্ঠিত হচ্ছে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে। ছোট বড় অনেক স্টল দেখা গেলেও পাঠকের হ্রদয় নেড়েছে বিক্রেতাবিহীন ৫ নং স্টল টি। স্টলে দেখা গেছে কোন বিক্রেতা নেই কিন্তু পাঠক রয়েছে যারা তাদের পছন্দের বই হাতে নিয়ে দেখছেন এবং মূল্যতালিকা দেখে টাকা পরিশোধ করে তাদের পছন্দের বই নিয়ে চলে যাচ্ছেন। ১ টাকায় আহার স্টলের ব্যানারে স্পষ্ট করে লিখা রয়েছে এই বই বিক্রির টাকায় আহার জুটবে অসহায় পথশিশুদের।

তাই অনেকে ঐ শিশুদের কথা ভেবেও বই কিনছেন বই মেলার ৫ নং স্টল থেকে। চোখে পড়ার মতো ভিড় জমিয়েছেন সাধারন ক্রেতারা, তারা পিবিএ কে জানান আমরা যেহেতু বই ক্রয়ের জন্য এখানে এসেছি আমাদের বই ক্রয়ের সামান্য টাকা যদি অসহায় পথ শিশুদের একবেলা আহার জোটে তবে কেন এই স্টল থেকে বই ক্রয় করবো না। ৫০ টি স্টলের মাঝে তুলনামূলক ভাবে এই ৫ নং স্টলে বই বেশি বিক্রি হতে দেখা গেছে। এমন স্টল এর আগে অমর ২১ শে বই মেলাতেও লক্ষ করা গেছে।

সাধারন ক্রেতারা বলছেন সত্যি এমন স্টল আমাদের মানবিক কাজে তরান্বিত করতে সহায়তা করবে। এটি একটি মানবিকতা ও সততার অন্যরকম উদাহরণ হতে পারে।

পিবিএ/এএস/এমএসএম

আরও পড়ুন...