সড়ক দুর্ঘটনা রোধকল্পে ট্রাফিক উত্তরের সচেতনতামূলক কর্মসূচি

পিবিএ ডেস্ক: সড়ক দুর্ঘটনা প্রতিরোধকল্পে ট্রাফিক উত্তর বিভাগের আওতাধীন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের নিয়ে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে ট্রাফিক উত্তর বিভাগ।

১২ মার্চ, ২০১৯ বেলা এগারটায় ট্রাফিক উত্তর বিভাগের সম্মেলন কক্ষে প্রায় ৪০ প্রতিনিধির উপস্থিতিতে এ কর্মসূচির আয়োজন করা হয়।

উক্ত সচেতনতামূলক কর্মশালায় মটরযান আইন, সড়ক দুর্ঘটনার কারণ, মটরযান চালনার বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন ট্রাফিক উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায় পিপিএম।

আলোচনা সভার প্রধান বক্তা ট্রাফিক উত্তর বিভাগের ডিসি সড়ক দুর্ঘটনা রোধকল্পে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের করণীয়-বর্জণীয়, রাস্তা পারাপার ও ফুটওভারব্রিজ ব্যবহার ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন।

তিনি আরো বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদেরকে সচেতন করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। ভবিষ্যতেও এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

পিবিএ/জেআই

আরও পড়ুন...