জয়পুরহাট সদর উপজেলার নবম শ্রেণির এক স্কুলছাত্র (১৬) হত্যা মামলার ২১ বছর পর রায় ঘোষণা করা হয়েছে। রায়ে ১১ জনের মৃত্যুদণ্ডের আদেশ ও তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছেন আদালত।
বুধবার দুপুরে জয়পুরহাটের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক আব্বাস উদ্দীন এ রায় দেন।
এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) উদয় সিংহ।