পিবিএ,ঢাকা: আলোকচিত্রী শহিদুল আলমের বিরুদ্ধে করা তথ্য প্রযুক্তি আইনের মামলার তদন্ত কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এএফ হাসান আরিফ, ব্যারিস্টার সারা হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে বুধবার এ মামলার নথি তলব করেছিলেন হাইকোর্ট।
গত বছরের ১৫ নভেম্বর বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর হাইকোর্ট বেঞ্চ এ মামলায় তাকে জামিন দিয়েছিলেন। এদিকে এ মামলার বৈধতা নিয়ে হাইকোর্টে চলতি মাসে আবেদন করেছিলেন শহিদুল আলম। সে আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার আদেশ দেন হাইকোর্ট।
পিবিএ/এফএস